রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় ইজিবাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ পিস সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারকারী সোহেল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী আবাদেরহাট এলাকায় বিজিবি এই অভিযান চালায়। গ্রেফতারকৃত পাচারকারী সোহেল উদ্দিন কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক সোমবার তার নিজ কার্যালয়ে এক প্রেস বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল সোনার চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জরয়ানরা আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেন।
গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক সোহেল উদ্দিন এই স্বর্ন ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে গ্রেফতার করেছে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দকৃত সোনার ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। গ্রেফতারকৃত পাচারকারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত সোনা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সোহেলউদ্দিনের নাম উল্লেখ করে সোমবার থানায় মামলা করা হয়েছে।
স্বাআলো/এস