জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কাঁচাবাজার থেকে চার পিস সোনার বার ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩১ জুলাই) ডিবি সদস্যরা অভিযান চালিয়ে চোরাকারবারীদের কোমরে নীল রঙের কাপড় দিয়ে পেঁচানো সোনার বার গুলো উদ্ধার করে।
আটক চোরাকারবারীরা হলো দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের ইস্রাফিল (৪০) ও একই গ্রামের রেজাউল (৫০)। তারা পরস্পর আপন চাচাতো ভাই।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপ্স) নাজিম উদ্দিন আল-আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, গোপনে খবর পেয়ে এসআই সোহেল রানার নেতৃত্বে একদল ডিবি সদস্য লোকনাথপুর হতে সন্দেহভাজন দুই চোরাকারবারীকে ধাওয়া করে। তারা মোটরসাইকেল চালিয়ে দর্শনা কাঁচাবাজারে আসলে সেখান থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের কোমরে নীল রঙের কাপড় দিয়ে পেঁচানো সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক মৃল্য তিন কোটি ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে দর্শনা থানায় আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
স্বাআলো/এস