ড্রেজারডুবি: দুই ভাইয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে তিন দিন পরে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, নুরে আলম ও সিয়াম। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) ড্রেজারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে বিআইডব্লিউটিএ ডুবুরি দল।

ভোলার নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বাড়ুয়া বলেন, মঙ্গলবার সকালে নিখোঁজ শ্রমিকদের স্বজন, ডুবুরি ও বিআইডব্লিউটির ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডুবে যাওয়া ড্রেজার থেকে নুর ও সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নদীর স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত, সোমবার সকাল ও বিকেলে দুই দফায় কোস্ট-গার্ড ও ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান চালায়। এ সময় তারা ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পায়। কিন্তু স্রোতের কারণে ড্রেজারের ভেতরে যাওয়া সম্ভব হয়নি। পরে অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল থেকে আবারও অভিযান পরিচালনার কথা ছিলো। এর মাঝেই সকালে ডুবুরিরা দুইজনের মরদেহ উদ্ধার করেন।

গত শনিবার রাতে মেঘনার ৩ নম্বর বালু মহাল এলাকায় অন্য জাহাজের ধাক্কায় পাঁচ শ্রমিকসহ ড্রেজারটি ডুবে যায়। এরপর নিখোঁজদের সন্ধানে কোস্ট-গার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটির ডুবুরি ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার হওয়া দুই জনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...