যশোরে বায়েজিদ হত্যা মামলায় আরো দুই আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে ইঞ্জিনিয়ার বায়েজিদ হাসান হত্যা মামলার আরো দুই আসামিকে ঢাকা থেকে আটক করেছে র‌্যাব। ২৭ মার্চ রাতে র‌্যাব ক্যাম্প যশোর ও উত্তরার যৌথ অভিযানে ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে এই হত্যা মামলার আসামি হাফিজুর রহমানকে আটক করে।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের আব্দুর রহমান রাজন ও ঝিকরগাছা উপজেলার গদখালী- নবিনগর গ্রামের রাজু আহম্মেদ রাজু।

মামলার বিবরণে জানা গেছে, খুলনার সোনাডাঙ্গা এলাকার বায়েজিদ হাসান নামে এক ইঞ্জিনিয়ার যশোর নগদ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের ঢাকাস্থ বসুন্ধরা আবাসিক এলাকার নির্মিত বিল্ডিং এর কাজ করতেন। কাজ করাকালে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগে মুল্লুক চাঁদ ও তার ভাই সঞ্জয় চৌধুরী বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। আর তারই অংশ হিসেবে গত ২৪ মার্চ রাতে খুলনার মটর শ্রমিক নেতা বিপ্লবের মাধ্যমে ধরে যশোরে নিয়ে আসা হয়। ওই রাতেই মুল্লুক চাঁদের উপস্থিতিতে বায়েজিদকে পিটিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের মা দিলরুবা বেগম কোতোয়ালি থানায় মুল্লুক চাঁদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই মামলার আসামি হাফিজুর রহমান খোকাকে আটক করে। ২৭ মার্চ আদালতে হাজির করা হলে খোকা এই হত্যাকান্ডে লোমহর্ষক বর্ণনা দেন। এসময় তাদের সহযোগি অন্য সকলের নাম প্রকাশ করেন। এরপরই তথ্য প্রযুক্তির মাধ্যমে অন্য সকল আসামিদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয় র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা। এরই মধ্যে আসামি আব্দুর রহমান রাজন ও রাজু আহম্মেদ রাজুর অবস্থান জানতে পারে র‌্যাব। পরে যশোরের র‌্যাব এবং ঢাকা উত্তরা র‌্যাবের যৌথ অভিযানে তাদের দুইজনকে আটক করা হয়। পরে আটকৃতদের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...