আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে একটি ইজিবাইক চুরি করে পালাতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছে ইজিবাইক চোর চক্রের দুই সদস্য।
শনিবার (১৩ জুলাই) দুপুরে এলাকাবাসীর সহায়তায় কচুয়া থানা পুলিশের হাতে আটককৃতরা হলো, খুলনা রুপসার দুর্জনীমহল এলাকার আরমান শেখ ও বাগেরহাটের চিতলমারী উপজেলার উত্তর শিবপুর গ্রামের মিলন ভুইয়া।
বাগেরহাটে রাস্তায় প্রাণ গেলো ভারতীয় নাগরিকের, আহত ৫
এলাকাবাসী জানায়, কচুয়া উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার সেলিম শেখের একটি ইজিবাইক শনিবার দুপুরের দিকে তার বাড়ীর সামনে থেকে চুরি হয়। ঘটনা দ্রুত সময়ের মধ্যে জানাজানি হলে সেলিমসহ তার লোকেরা রাস্তায় বেরিয়ে পড়ে এক পর্যায়ে উপজেলা রাঢ়িপাড়া খলিশাখালি প্রাইমারী স্কুলের সামনে রাস্তায় খুলনাগামী অবস্থায় ইজিবাইকসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন জানান, স্থানীয়রা একটি ইজিবাইকসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্বাআলো/এস