চৌগাছায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুই দোকানে জরিমানা

| April 1, 2024

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল বাজারে দুই মুদি দোকানে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে সোমবার (১ এপ্রিল) এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানে পরিচালনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন দশপাখিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল-এমরানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চুয়াডাঙ্গায় নিম্নমানের গুড় তৈরিতে কারখানা সিলগালা, জরিমানা

এসময় পাশাপোল বাজারের সম্রাট স্টোরের মালিক সম্রাটকে (২৯) সাত হাজার টাকা অর্থদণ্ড ও একই বাজারের বিল্লাল স্টোরে অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেনকে (৪৩) তিন হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দুই দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাআলো/এস