চৌগাছা উদীচীর সভাপতি সালাম, সম্পাদক শওকত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা কমিটি গঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদীচী চৌগাছার কার্যালয়ে সম্মেলন শেষে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শওকত মন্ডল।

কমিটি গঠন শেষে ২৫ সদস্যের কমিটি অনুমোদন করেন যশোর উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি বাফুফে তালিকাভূক্ত রেফারি ও ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল লিটন, অবসরপ্রাপ্ত সহ-অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, শিল্পী আব্দুর রহমান, ভাস্কর আতিয়ার রহমান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীন মাহবুব। সহ-সম্পাদক প্রভাষক আলমগীর হোসেন ও প্রভাষক অমেদুল ইসলাম। কোষাধ্যক্ষ নিপুন কুমার বাপ্পী। সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছেন শিল্পী ইসমেতারা, প্রমিলা বালা, রাফেজা খানম, আক্তারুজ্জামান, মামুন শামীম আকতার লিখন, দেলোয়ার হোসেন। সদস্য কবি আবু জাফর, তসলিমুর রহমান, জামির হোসেন, হাফিজুর রহমান, সমরেশ বিশ্বাস, নিশা বর্মন, রনজিত কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম ও মামুন সোহেল আকতার বাবু।

এর আগে সম্মেলনে আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...