ঝিকরগাছায় অনৈতিক কর্মকাণ্ডের জেরে সংঘর্ষ, আহত ১৩

যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) পূর্বশত্রুতার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিন্টু (৩০), রুবিনা খাতুন (২৫), রিয়াদ হোসেন (৩২), আনোয়ার হোসেন (৫০), ভুলু (৪০), মিন্টু (৩০), জীবন হোসেন (৩২), পিয়াল হোসেন (২৩), মহসিন আলম (২৮), জীবন শেখ (৩২), ছলেমান (৫৫), হালিম (৪৮) এবং হাসান (৩১)। তারা সকলেই মল্লিকপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।

জানা যায়, সম্প্রতি ওই এলাকার পপি (২২) নামের এক মেয়ের সাথে জুয়েল (২৭) নামের এক ছেলের অবৈধ সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করা হয়। এই দ্বন্দ্বের জের ধরে রবিবার পিন্টু ও পিয়ালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র (হাসুয়া, রামদা, লাঠি) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ১৩ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, মেয়েলি ঘটনা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ করছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস...

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা অফিস: পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি...

যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের সভাপতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাজনৈতিক অঙ্গনে...