খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

| April 6, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬২) নিহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) চুয়াডাঙ্গা রেল গেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, বান্ধবী হাসপাতালে

চু্য়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা জানান, রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬

তিনি বলেন, তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি পুলিশের একটি টিম।

স্বাআলো/এস

Shadhin Alo