খুলনা বিভাগ

যশোর আ.লীগ সভাপতি মিলনের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সাতদিনের মধ্যে নিস্পত্তির নির্দেশ হাইকোর্টের

| July 31, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে ফতেপুর ইউনিয়নের হামিদপুরে আসাদুজ্জামানের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ সাতদিনের মধ্যে আমলে নিয়ে তা নিস্পত্তির আদেশ দিয়েছে হাইকোর্ট।

গত ২৪ জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সম্বন্বয়ে বেঞ্জ এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ নির্দেশনা দিয়েছেন।

এ আদেশের অনুলিপি যশোর পুলিশ সুপার কার্যালয় ও যশোর কোতোয়ালী থানা বরাবর পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আসাদুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শাহীন হাওলাদার।

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলনসহ ৪ জনের নামে মামলা

এর আগে আসাদুজ্জামান জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, তার ছেলে পিয়াস ও মাস্টার নুরুল ইসলামের বিরুদ্ধে তার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন কোতোয়ালী থানায়। পরবর্তী তিনি পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। সেখান থেকেও কোনো সহায়তা পাননি। গত ২ জুলাই তিনি আইজিপি বরারব অভিযোগ করেন। তাতেও কোনো ফলাফল না পাওয়া তিনি শেষশেষ উচ্চ আদালতের রিপ পিটিশন দাখিল করেন।

আসাদুজ্জামানের অভিযোগ, ১৯৯৩ সালে ব্যাংকের নিলামের মাধ্যমে জমিটি কিনে ঘরবাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন। এই জায়গার সাবেক মালিক নুরুল ইসলাম। তিনি এই জায়গা শিল্প ব্যাংকে মর্টগেজ দিয়েছিলেন। ওই ব্যাংক এই জায়গা নিলামে বিক্রি করলে তিনি ক্রয় করেন। গত বছর নুরুল ইসলামের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম এই জমি দখলের জন্য তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আসেন। নুরুল ইসলাম শহিদুল ইসলামের বেয়াই হন। সেই জেরে গত ২৭ জুন আবারো তারা আসাদুজ্জামানের বিরুদ্ধে বাড়িতে হানা দেন। এসময় আটটি বসতঘর অ্যাক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদিপশু ও ধান, গম লুট করা হয়। আসাদুজ্জামান এ বিষয়ে শহিদুল ইসলাম মিলন, তার ছেলে পিয়াস ও মাস্টার নুরুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেনি। পরবর্তীতে তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলণ করেন । যা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এমনকি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেন তিনি। কিন্তু কিছুতেই তিনি ন্যায় বিচার পাননি। বাধ্য হয়ে আইজিপি বরাবর অভিযোগ পরবর্তিতে হ্ইাকোর্টে পিটিশন দাখিল করেন।

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলনের তাণ্ডব, শহীদ পরিবারের বাড়িঘর ভেঙে লুটপাট

পিটিশনে আরো উল্লেখ করা হয়, শহিদুল ইসলাম মিলন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি। তার সন্ত্রাসী বাহিনী রয়েছে। এছাড়া কোতোয়ালি থানার ওসির সাথেও তার সখ্যতা রয়েছে। ফলে তিনি মামলা রেকর্ড করছেন না। তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।

আসাদুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শাহীন হাওলাদার জানান, হাইকোর্টে পিটিশন দাখিলের পরই বিষয়টি গুরুত্বের সাথে নেয় আদালত। মুলত আসাদুজ্জামান যশোরে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। ফলে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন। উচ্চ আদালত শুনানি শেষে তার অভিযোগ আমলে নিয়ে সাতদিনের মধ্যে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নিস্পত্তির নির্দেশনা দিয়েছেন।

যশোরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, এ বিষয়ে তিনি এখনো কোনো নির্দেশনা পাননি। উচ্চ আদালতের নির্দেশনা আসলে অবশ্যই সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Debu Mallick