জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জাতীয় জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা এবং সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শহিদদের স্মরনে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফিন।
এর পরে পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন দফতর,পটুয়াখালী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা প্রদান করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে ডিসি স্কয়ার মাঠে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে ১৫ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফিন।
বাদ যোহর শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরত কামনায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সুবিধাজনক সময় সকল মসজিদ, মন্দির, গীর্জা এবং প্যাগোডা ও অন্যান্য উপাসনলায়ে বিশেষ মোনাজাত এবং প্রার্থণা।
এছাড়া দুপুরে দিবসটি উপলক্ষে হাসপাতাল,জেলাখানা ,এতিমখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেল ৪টায় পটুয়াখালী স্টেডিয়াম মাঠে জেলা পরিষদ একাদশ বনাম পটুয়াখালী পৌরসভা একাদশের মধ্যে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
স্বাআলো/এস