জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি সুচনা হয়।
পরে সকাল ৬টা ৩৬ মিনিটের সময় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর হয়।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা।
এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে মোস্তাফিজুর রহমান আলেক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
স্থানীয় বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, এলজিইডির নির্বাহী পরিচালক বিশ্বজিৎ কুমার কুন্ডুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনীতিবীদসহ নানা শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
পরে শিল্পকলা হলরুমে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিজয় দিবসে হাসপাতাল ও কারাবন্ধীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।।
স্বাআলো/এস