শুভ বিজয়া দশমী

সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবতগীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই সৎ মানুষের পরিত্রাণ ও দুষ্টলোকের বিনাশ সাধন করতে এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করতে ঈশ্বর বিভিন্নরূপে যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দেবী দুর্গাও মর্ত্যে এসে অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শুভশক্তিকে প্রতিস্থাপন করেন। জীবের দুর্গতি নাশ করেন বলেও তাকে দুর্গা বলা হয়।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ বিজয়া দশমী।

দুর্গাপূজা আসে শরতের শুভ্র কাশফুলের দোলা আর পেঁজাতুলা মেঘের ভেলায় করে। এই উৎসবটির নেপথ্যে রয়েছে দশরথপুত্র শ্রীরামচন্দ্রের অবদান।

দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

কৃত্তিবাসের রামায়ণ থেকে জানা যায়, সীতা উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র কালিদহ সাগর থেকে ১০১টি নীলপদ্ম সংগ্রহ করে সাগরকূলে বসে শরৎকালে সর্বপ্রথম শক্তি তথা দুর্গোৎসবের (অকাল বোধন) আয়োজন করেন। বসন্তকালে দেবীদুর্গার বাসন্তী পূজার নিয়ম থাকলেও শরতে রামচন্দ্রের অকালবোধনের আয়োজনই পরবর্তীকালে জনপ্রিয়তা লাভ করে। অর্থাৎ এই শারদীয় উৎসবের সঙ্গে রয়েছে রামচন্দ্রের প্রতি আজ্ঞাবহের ইঙ্গিত।

হিন্দু শাস্ত্রানুসারে দেবী দুর্গার বাহন সিংহ। কিন্তু পৌরাণিক মতে, দেবী দুর্গা প্রতি বছর কৈলাস থেকে বাপের বাড়ি মর্ত্যলোকে আগমনের সময়ে চারটি আলাদা বাহন অশ্ব, হস্তী, নৌকা এবং দোলা) ব্যবহার করে থাকেন।

ব্রহ্মার বরে পুরুষের অবাধ্য মহিষাসুর নামে এক দানব স্বর্গরাজ্য দখল করলে রাজ্যহারা দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর নির্দেশে সকল দেবতার তেজঃপুঞ্জ থেকে যে দেবীর জন্ম হয় তিনিই দুর্গা। দেবতাদের শক্তিতে শক্তিময়ী এবং বিভিন্ন অস্ত্রে সজ্জিতা হয়ে এই দেবী যুদ্ধে মহিষাসুরকে বধ করেন। দেবী দুর্গা দশভুজা, ইন্দ্রিয় সংযমের প্রতীক তার দশ হাত দশ দিক রক্ষায় শক্তিসম্পন্ন।

আজ মহাষষ্ঠী, শারদীয় দুর্গাপূজা শুরু

দুর্গা ত্রিনয়নাগ্নি, সূর্য ও চন্দ্রের প্রতীক ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তিসম্পন্না। দুর্গাপূজার মাধ্যমে জগতের শুভশক্তিরই আরাধনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের নিকট পূজা মানে নিবেদন অর্থাৎ প্রশংসা বা শ্রদ্ধা জানানো। দিকে দিকে সুর-অসুরের যে যুদ্ধ চলছে, তারই প্রতীকী বিজয়ের প্রকাশ দেখা যায় দুর্গোৎসবে।

সকল সনাতন ধর্মাবলম্বীর প্রতি জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। শুভ বিজয়া।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...