অবসর প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার

স্পোটস ডেস্ক: সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এর আগে ওয়ানডে ও টেস্টের পাটও চুকিয়ে ফেলেছিলেন। তবে অস্ট্রেলিয়ার তারকা এই ওপেনারের অধ্যায় শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও দলের প্রয়োজনে আবারো খেলতে চান আগ্রাসী এই ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘অধ্যায়ের সমাপ্তি! এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলা অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। আমার দল ছিলো অস্ট্রেলিয়া। আমার ক্যারিয়ারের বেশিরভাগ খেলাই হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। এটা করতে পারা আমার জন্য অনেক সম্মানের। সব ফরম্যাট মিলে একশরও বেশি ম্যাচ আমার মনে গেঁথে আছে।

সাকিব-রিয়াদের অবসর প্রসঙ্গে যা বললেন গুরু ফাহিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর মূহূর্তে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান ওয়ার্নার, ‘যাদের জন্য এটা সম্ভব হলো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী এবং কন্যারা, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, ধন্যবাদ তোমাদের সমর্থনের জন্য। কেউ জানে না আমরা কীসের ভেতর দিয়ে গিয়েছি। ক্রিকেট সমর্থকদের উদ্দেশে বলবো, আশা করি আমি আপনাদের বিনোদন দিতে পেরেছি এবং ক্রিকেটকে বদলে দিয়েছি, বিশেষ করে টেস্ট ক্রিকেটকে। যেখানে হয়ত অন্যদের চেয়ে আমরা একটু দ্রুতই রান তুলি।

দলের প্রয়োজন হলে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন ওয়ার্নার, ‘সমর্থকদের ছাড়া প্রিয় কাজগুলো করা সম্ভব নয়, আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরো কিছু দিন খেলবো। যদি দলে রাখা হয় আমি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলবো। আমার উপর আস্থা রাখায় খেলোয়াড় ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা। হোয়াটসঅ্যাপে আর ফাইল জমবে না। আপনাদের কান এখন আমার কণ্ঠ থেকে মুক্তি পেল। গত কিছু বছরে এই দল অবিশ্বাস্য সব অর্জন করেছে এবং এটা যেন অব্যাহত থাকে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...