Uncategorized

স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ

| October 11, 2023

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ অক্টোবর) স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

এর আগে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১টায় টুঙ্গিপাড়ার নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছার পর স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply