বিনোদন ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ছয় জন। আহত হয়েছেন কয়েক শ’। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিজেদের মতামত শেয়ার করছেন। বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তিনি লিখেছেন, হয়তো দুই-একদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। হয় দাবি আদায় হবে, আর না হয় ভাগ্য খুব খারাপ হলে, হবে না। কিন্তু এই যে ছয়টি তাজাপ্রাণ। এটার দায়ভার কে বা কারা নেবে ?
চমক আরো লিখেছেন, আর কি কোনো কিছুর বিনিময়ে, তাদের ফিরিয়ে আনা যাবে ? আমরা মাঝে মাঝে এত নিষ্ঠুর কেনো হই?
অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন।
রিয়া মনি নামের একজন লিখেছেন, আল্লাহ রহমত দান করুক ওদের।
জিএম মোস্তাফা আসিফ লিখেছেন, কোটা নয় মেধা হোক যোগ্যতার মাপকাঠি।
নুরুল আমিন লিখেছেন, আল্লাহ সহায়।
তানজিদ নামে আরেকজন লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য।
স্বাআলে/এস/বি