যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, মামলা

নিজস্ব প্রতিবেদক: ১৫ লাখ টাকা যৌতুক দাবিতে মারধরের অভিযোগে স্বামী ওসামা সাব্বিরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ডাক্তার স্ত্রী শিরিন আফসীন হেনা।

মঙ্গলবার (৯ জুলাই) এই মামলাটি দায়েরের পর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামির বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন।

বাদী ডাক্তার শিরিন আফসীন হেনা যশোর শহরের কিসমত নওয়াপাড়া সি-ব্লকের এসএম সাজিদের মেয়ে। আসামি একই শহরের বকচর এলাকার সাব্বির জাকারিয়ার ছেলে।

বাদী মামলায় জানিয়েছেন, ২০২২ সালের ৯ ডিসেম্বর ১৫ লাখ টাকা দেনমোহর ধার্যে ডাক্তার স্ত্রী শিরিন আফসীন হেনাকে বিয়ে করেন ওসামা সাব্বির। বিয়ের সময় আরো ১০ লাখ টাকার আসবাবপত্র দেন হেনার পিতা। বিয়ের কিছুদিন যেতে না যেতেই ১০ লাখ যৌতুক এবং আরো একটি মোটরসাইকেল কেনার জন্য পিতার কাছ থেকে এনে দেয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে চাপ সৃষ্টি করে। বাধ্য হয়ে ব্যাংকের মাধ্যমে হেনার বাবা জামাই ওসামা সাজ্জাদকে ছয় লাখ ৮৪ হাজার টাকা দেন। কিছুদিন পরে আবার একটি প্রাইভেটকার ক্রয়ের জন্য আরো ১০ লাখ টাকা যৌতুকের জন্য হেনাকে মারধর শুরু করে। তারই জের ধরে চলতি বছরের ১০ মে মারধর করে একবস্ত্রে হেনাকে তার পিতার বাড়ি তাড়িয়ে দেন ওসামা সাব্বির। এভাবে পিতার বাড়িতে অবস্থানের পর গত ৭ জুন ওসামা সাব্বিরকে ডেকে নিয়ে যৌতুকের ১৫ লাখ টাকা ছাড়া হেনাকে নিয়ে সংসার করার জন্য অনুরোধ করেন তার পরিবার। কিন্তু যৌতুক না পেলে হেনাকে নিয়ে আর সংসার করবেন না এবং তাকে তালাক দিয়ে অন্যত্র আরো একটি বিয়ে টাকার চাহিদা পূরণ করবেন বলে চলে যান ওসামা সাব্বির। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা না হওয়ায় আদালতে এই মামলাটি করেছেন হেনা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...