জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রোজিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী মোটরসাইকেল চালক খালিদ ইসলাম এবং তার দেড় বছরের সন্তান আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নড়াইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম নড়াইল শহরের বিজয়পুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার নড়াইল শহরের ব্যবসায়ী খালিদ ইসলাম তার স্ত্রী রোজিনা বেগম ও দেড় বছরের সন্তান নিয়ে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল-ঢাকা মহাসড়কের বাইপাস সড়ক কুড়িগ্রাম এলাকার শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদের সামনে পৌঁছালে ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় স্ত্রী প্রাণ হারান। পরে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর বিজয়পুর গ্রামের তেলায়েত হোসেন বলেন, মরদেহ এখনো হাসপাতাল মর্গে রয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।
স্বাআলো/এস