জেলা প্রতিনিধি,পটুয়াখালী: জেলার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান গাজীর স্ত্রী সোনাবান বেগম। তিনি সংবাদ সম্মেলনে বলেন স্থানীয় চেয়ারম্যান,মেম্বর এর সহায়তায় ২৬ জুলাই সীমানা নির্ধারনে গেলে নান্নু গাজী, বাবুল গাজী, হাবলু গাজী,রাসেল,রাহাত গাজী,রিপন গাজী,হাসান গাজী অতর্কিত হামলা ও মারধর করে। পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন – আমার সন্তানগন যেন আর নিগৃহীত না হয় তারা যেন সন্মানের সাথে তাদের পিতার জমি ভোগদখল করতে পারে বলে আবেদন জানান। এব্যাপারে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান গাজীর স্ত্রী সোনাবান বেগম এবং ছেলে মেয়েসহ পরিবারের সদস্যবৃন্দ, পটুয়াখালী পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ,নির্মল কুমার রক্ষিত,স্বপন ব্যানার্জী, জাকির হোসেন,সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়,যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত
ছিলেন ।
স্বাআলো/এস/বি