Uncategorized

চুয়াডাঙ্গায় দুইদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন

| March 9, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় দুইদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

শনিবার (৯ মার্চ) শহরের টাউন ফুটবল মাঠে মেলার উদ্বোধন করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

জাতীয় মহিলা সংস্থা আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় সভাপতিত্ব করেন সংস্থার চুয়াডাঙ্গা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা। প্রধান আলোচক ছিলেন মহিলা বিষয়ক অধিদফতর চুয়াডাঙ্গার উপপরিচালক মাকসুরা জান্নাত। মেলায় ৫১টি স্টল স্থান পেয়েছে।

অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, আওয়ামী লীগের পৌর সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন হক রঞ্জু।

স্বাআলো/এসআর

Shadhin Alo