Uncategorized

নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

| April 6, 2024

জেলা প্রতিনিধি,নড়াইল: স্বাস্থ্য অধিকার নিশ্চিতেঃ কাজ করি একসাথে এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ, নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিস চত্বরে থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার এর সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভাশীষ বিশ্বাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আফরোজা পারভিন, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক, ডাক্তার ,নার্স,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo