নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটি বুধবার (৬ মার্চ) কায়বা ইউনিয়ন ছাত্রদল নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে শহীদুল ইসলাম মাদক সেবন করতে দেখা গেছে, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এই ঘটনায় অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ ছাড়া, শহীদুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগও উঠেছে।
বিএনপির স্থানীয় নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, এগুলো দল পরিপন্থি কাজ। আমরা এমন ঘটনার সমর্থন করি না। বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, শহীদুল ইসলাম সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমতা আমতা করেন এবং পরে পরিস্থিতি সামাল দেয়ার জন্য সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন।
এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে।
স্বাআলো/এস