Uncategorized

ঝিনাইদহে নদীর তীরে মিললো যুবকের লাশ

| November 27, 2023

ঝিনাইদহে নদীর তীর থেকে রকিবুল ইসলাম (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।

সোমবার (২৭ নভেম্বর) মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তে ইছামতি নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রকিবুল ইসলাম একই উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। তিনি চাপাতলা গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের মরদেহ দেখে বিজিবিকে খবর দেন স্থানীয় লোকজন। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

তারা আরো জানান, রকিবুল রবিবার বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতে গিয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন সোমবার সকালে তার মরদেহ পাওয়া যায়। রকিবুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, বাংলাদেশের অভ্যন্তরে একটি মরদেহ পাওয়া গেছে। তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে, তা জানা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উদ্দীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply