নিজস্ব প্রতিবেদক: যশোরে রুদ্রকে ছুরিকাঘাতের ঘটনায় চাকুসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটক নাইস শহরের ষষ্টিতলা এলাকার বাসিন্দা।
রবিবার রাতে তাকে আটক করেছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসান মাহমুদ।
এরআগে এ ঘটনায় রুদ্র নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার রুবেল ও ষষ্টিতলা এলাকার মনিরুল।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে শহরের রেলগেট এলাকায় শহরের বেজপাড়া তালতলা এলাকার রুদ্রকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।
রুদ্র জানান, তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এমন সময় আসামিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ওই এলাকার বিপুল নামের এক যুবক আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিলো। বিপুলের পরিচিতজন রুদ্র। মুলত বিপুলের পক্ষ নেয়ায় রুদ্রর উপর হামলা হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা।
স্বাআলো/এস