আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মটরসাইকেলে ঘুরতে নিয়ে ৫ম শ্রেণিতে পড়া একজন শিশু ছাত্রীকে পরিত্যাক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনার অভিযোগ পেয়ে মেহেদী হাসান ওরফে সোহেল (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ভিকটিম মেয়েটির চিকিৎসা ও ডাক্তারি পরিক্ষার জন্য বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরের দিকে পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়েছে।
বাগেরহাটে শিশুকে যৌন হয়রানি, থানায় অভিযোগ
এ ঘটনা স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা করেছেন। আর ধর্ষণের ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুলাই) রাত ৮/৯ টার দিকে উপজেলার মাঝিবাড়ী এলাকার একটি পরিত্যাক্ত ঘরে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার পথে মেয়েটিকে মোটরসাইকেলে ঘুরতে যাবার কথা বলে নিয়ে যায় প্রতিবেশি বাদশা শেখের ছেলে মেহেদী হাসান সোহেল। বিভিন্ন জায়গায় তাকে ঘুরিয়ে রাত ৮টার দিকে মাঝিবাড়ি এলাকায় একটি পরিত্যাক্ত ঘরে বন্দি করে মেয়েটিকে ধর্ষণ করে। রাত ৯ টার দিকে মেয়েটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায় মেহেদী।
বাগেরহাটে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
পরে ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শাজাহান আলী খান বলেন, ধর্ষণ মামলার আসামি মেহেদী হাসানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিম শিশুকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাআলো/এস