যুবদল সভাপতি এখন যশোর এমএম কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক: ১৯৯২ সালে অধ্যাপক মাহাবুবুল হক খান ছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা যুবদলের সভাপতি। তার ভাই অ্যাডভোকেট মাহফুজুল হক বর্তমানে উপজেলা বিএনপির সহ-সভাপতি।

সেই মাহাবুবুল হক খান যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৪ জুলাই তিনি গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মহেশপুর উপজেলার সুন্দরপুর।

কলেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ জুলাই যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে অধ্যাপক মাহাবুবুল হক খান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

১৯৯২ সালে গঠিত মহেশপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস তার কমিটিতে অধ্যাপক মাহাবুবুল হক খান যুবদলের সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন।

বিএনপির মনের জোর কমেছে, গলার জোর বেড়েছে: কাদের

এদিকে, এক সময় ছাত্রদল, যুবদলের সক্রিয় নেতা থাকলেও বিষয়টি পুরোপুরি গোপন করতে চান অধ্যাপক মাহাবুবুল হক খান। সদ্য যশোর এমএম মধুসুদন কলেজের অধ্যক্ষ নিয়োগ পাওয়ার পর তিনি আওয়ামী লীগ নেতাদের ফুলের শুভেচ্ছা জানালে সমালোচনার জন্ম হয়। পরে তিনি ও তার পরিবারে সবাই বিএনপির রাজনীতির সাথে সক্রিয় থাকার বিষয়টি আলোচনায় আসে। তবে তিনি বিষয়টি পুরোপুরি গোপন করতে চাইছে।

মহেশপুর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে কথা না বলে আসেন সামনা সামনি কথা বলি।

আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে : প্রধানমন্ত্রী

১৯৯২ সালে গঠিত মহেশপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের বক্তব্যের সত্যতা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

তার আপন বড় ভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি বিষয়টি সম্পর্কে তিনি বলেন, গত ২০ বছর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি। … যাহোক, আপনি আসেন সামনাসামনি বসে কথা বলবো।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

যশোরে পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পিছু হটলো আদ্-দ্বীন কর্তৃপক্ষ

যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল...

আলমডাঙ্গায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বজলু ফারাজী (৩৫) নামের...

চুকনগরে গরুর হাট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখলকে কেন্দ্র করে...

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...