রুপান্তর আস্থা প্রকল্পের যুব উৎসব উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: রুপান্তর আস্থা প্রকল্পের ‘সুশাসন চর্চায় যুব ফোরামের প্রচারিভিযান’, (সচেতনতা ক্যাম্পইন) যুব উৎসব উপলক্ষ্যে উদ্বোধনী ও যুব শপথ গ্রহণ, যুবদের প্রতিক্রিয়া ব্যক্ত ও আলোচনা সভা এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রুপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ও সুইজরিল্যান্ডের অর্থায়নে যুব উৎসবের বেলুন ফেস্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।

‘শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ’, বিষয়ক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

স্বাগত বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সির (এসডিএ) নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন।

রুপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মুনজিলার সঞ্চালনে যুবদের মধ্যে বক্তব্য রাখেন যুব উদযাপন কমিটির আহবায়ক ও বাউফল উপজেলা যুব ফোরামের সদস্য মুনতাসির তাসরিফ।

এছাড়া ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের ভূমিকা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার অনুষ্ঠানে রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতর এর উপ-পরিচালক অঅব্দুর রশিদ খান।

সেমিনারে মড়ারেটর হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক আনোয়ারুল কাদির। প্যালেন আলোচন হিসেবে হিলেন পটুয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান,সহকারী অধ্যাপক শারমীন আক্তার।

কী-নোট পেপার উপস্থাপন করেন যুব উদযাপন কমিটির আহবায়ক ও বাউফল উপজেলাযুব ফোরামের সদস্য মুনতাসির তাসরিফ।

রুপান্তর আস্থা প্রকল্পের ‘সুশাসন চর্চায় যুব ফোরামের প্রচারিভিযান’ (সচেতনতা ক্যাম্পইন) যুব উৎসব ২০২৫ উপলক্ষ্যে জেলা আটটি উপজেলা থেকে আটটি স্টলে তাদের রুপান্তর আস্থা প্রকল্পের ‘সুশাসন চর্চায় যুব ফোরামের প্রচারিভিযান (সচেতনতা ক্যাম্পইন) উপস্থাপন করা হয়।

রূপান্তর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সচেতন, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিলো এই উৎসবের মূল উদ্দেশ্য।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নতুন শিক্ষাবর্ষে বই সংকটে শিক্ষার্থীরা, ক্লাস চলছে পিডিএফে

নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ জানুয়ারি, তবে শিক্ষার্থীদের হাতে...

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের...

শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন...

ভেঙ্গে দেয়া ইটভাটা প্রশাসনের নাম ভাঙিয়ে পুণরায় চালু

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাট উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নের...