নড়াইলে যুব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘এসো দেশ বদলায় পুরা পৃথিবী বদলাই’, এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে নড়াইলে দুইদিনব্যাপী খুলনা বিভাগ, রুপসা জোনের যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ ( বালক ও বালিকা ) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার, নড়াইলের আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন ও নড়াইল জেলা দল রানার্সআপ এবং বালিকা বিভাগের নড়াইল জেলা দল চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা জেলা দল রানার্সআপ হয়।

নড়াইল, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার বালক পাঁচটি ও বালিকা পাঁচটি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রসিদ লাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, খুলনা বিভাগ, রুপসা জোনের সমন্বয়কারী সৈয়দ তরিকুল ইসলাম শান্ত।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা পুলিশের পদস্থ অফিসার ও সদস্যগণ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...