চৌগাছা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সালাম, সম্পাদক রিন্টু

যশোরের চৌগাছায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সভাপতি ও জিয়াউর রহমান রিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় যশোর চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ৭ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও দফতর সম্পাদক মেজবাহ উদ্দীন ইটু।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা: নাসির উদ্দীন।

চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টুর সঞ্চালনায় প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক নির্মূল কমিটি যশোর জেলার আহবায়ক হারুন অর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক সাজেদ রহমান বকুল ও যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণসহ উপস্থিত ছিলেন, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাসান রেজা, এম এ করিম, ফিরোজ হোসেনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...