বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১, পুলিশ সদস্যসহ আহত ২৮

আজাদুল হক, বাগেরহাট: প্রতিনিয়ত গ্রাম্য কোন্দল হিসাবে আলোচিত বাগেরহাটের মোল্লাহাটে এবার দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে পান্না মোল্লা নামে একজন নিহত হয়েছেন।

এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে কর্তব্যরত ছয় পুলিশ সদস্যসহ উভয়পক্ষে কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন।

উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামে রবিবার সন্ধ্যা থেৃকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত পান্না মোল্লা (৪০) মোল্লারকুল গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে।

বাগেরহাটের অপহৃত কলেজছাত্র উদ্ধার, আটক ৬

স্থানীয়রা জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামের খাঁকি বংশ ও কাজী বংশের আধিপত্য নিয়ে এ বিরোধ দীর্ঘদিনের। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এই বিরোধের জেরে রবিবার এই সংঘর্ষের সুত্রপাত হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান রাতেই ঘটনাস্থলে যান।

তিনি বলেন, মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের আধিপত্য নিয়ে স্থানীয় খাঁকি ও কাজী বংশের বিরোধ বেশ পুরানো। সেই বিরোধের জেরে রবিবার মোল্লারকুলহাটে কাজী বংশের দুই সমর্থকের সাথে খাঁকি বংশের সমর্থকদের কথা কাটাকাটি হয়। পরে তারা পৃথকভাবে দেশীয় অস্ত্র ঢাল সড়কি, ইট পাটকেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিক্ষেপের মধ্যে এই দুইটি পক্ষই বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে স্থানীয়রা জানান। সংষর্ষের খবর পুলিশের কাছে আসলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। উভয় পক্ষের সংঘর্ষে কাজী বংশের সমর্থক পান্না মোল্লা নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় কর্তব্যরত পুলিশের ছয়জন সদস্য আহত হন। আর উভয়পক্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

আহতদের স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। পান্না মোল্লা গুলিতে না দেশীয় অস্ত্রের আঘাতে মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...