আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট থেকে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের মোজাহিদ গাজী (২৯) ও বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের তুহিন শেখ (৩৫)।
বাগেরহাটে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমি নিজেই গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল নিয়ে ভোর রাত থেকে ওই এলাকায় সাদা পোশাকে অবস্থান করি। সকাল হতেই দুই যুবক মাদক দ্রব্য (গাঁজা) হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
বাগেরহাটে বাড়িতে ঢুকে ৫ জনকে কুপিয়ে জখম: শিশু অপহরণ, আটক ৩
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।
স্বাআলো/এস/এসআর