শিরোপা রক্ষার লড়াইয়ে ভারতকেই সঙ্গে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়ন শিপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশ। তবে ফাইনালে কে হবে প্রতিপক্ষ সেই অপেক্ষায় ছিলো বাংলাদেশের মেয়েরা। তবে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভারত-নেপালের ম্যাচ হয়ে উঠেছিলো অঘোষিত সেমিফাইনাল। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভারত।

লিগ পর্বে বাংলাদেশের কাছে ভারতের হার একটা সম্ভাবনা তৈরি করেছিলো নেপালের সামনে। হিমালয়ের দেশটি জিতলেই উঠতো ফাইনালে। ভারতের দরকার ছিলো ড্র। তবে নেপাল এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে তেমন সামর্থ্য দেখাতে পারেনি।

বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে ভুটানকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকেছিল নেপাল। অন্যদিকে শক্তিশালী দল হিসেবেই নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। ২০২১ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছিলো ভারত।

এদিন ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রেখেছিলোনেপাল। এরপরই গোলে উৎসব শুরু করে ভারতীয় মেয়েরা। ৫৪, ৮১, ৮৬তম মিনিট ও ইনজুরি সময়ে গোল করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান রানার্সআপরা।

আগামী ৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শিরোপা লড়াইয়ে ভারতকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...