আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এ মেলার আয়োজন করা হয়।

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদবেদীতে ভারত ও বাংলাদেশের শতশত ভাষা প্রেমী মানুষ যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ বনগাঁ অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী।

বেনাপোল নোম্যান্সল্যান্ডে একুশে ফেব্রুয়ারি পালন করবে দুই বাংলার মানুষ

এছাড়াও ভারতের পক্ষে আরো উপস্থিত ছিলেন, শ্রী গোপাল শেট, শ্রী বীনা মন্ডল সহসভাপতি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলা বাগচী সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, শ্রী বিশ্বজিৎ দাস সাবেক সাংসদ ও হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা প্রমুখ।

বাংলাদেশের পক্ষে আরো যারা শ্রদ্ধা জানান তারা হলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীরমুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

এ ছাড়াও শত শত জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...