জাতীয়

তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রানার ডেস্ক | May 12, 2025

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তবর্তী নাফ নদ থেকে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১২ মে) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)।

নুরুল হুদা বলেন, “নাফ নদে মাছ ধরতে যাওয়া তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে নদে মাছ ধরার সময় হঠাৎ গুলি চালিয়ে তাদের ধাওয়া করে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পরিবারগুলো চরম দুশ্চিন্তায় আছে।”

স্থানীয় জেলে মহিউদ্দিন বলেন, “তারা নৌকায় করে নাফ নদে মাছ ধরছিল। হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে এসে আরাকান আর্মি গুলি চালায় এবং ধাওয়া করে জেলেদের ধরে নিয়ে যায়। নৌকাসহ তিনজনকে তুলে নিয়ে যায় তারা। এ সময় অন্য জেলেরা প্রাণে বাঁচতে পালিয়ে আসে।”

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, নাফ নদ বাংলাদেশের কক্সবাজার জেলার সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রাকৃতিক সীমানা। এই নদে মাঝেমধ্যেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে, বিশেষ করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে গেলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

🔗 আরও পড়ুন:

Shadhin Alo