হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় মজিদুল ইসলাম নামে এক ইউপি সদস্য দুই সন্তানের জননী এক নারীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
মজিদুল ইসলাম ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের সদস্য ও রহমান ডাক্তারের ছেলে। মজিদুল ইসলাম নিজেও একজন পল্লী চিকিৎসক।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য মজিদুল ইসলামের সাথে একই ইউনিয়নের সাতনাল এলাকার দুই সন্তানের জননী এক নীরর দীর্ঘদিন ধরে বেশ সখ্যতা। তিনদিন ধরে দুই জনকেই খোঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা দুইজনে এক সাথে উধাও হয়েছেন।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
এ ঘটনায় ওই নারীর স্বামী স্থানীয় থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ওই ইউপি সদস্য মজিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর থেকে ওই ইউপি সদস্যের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছি কিন্তু তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। তিন দিন ধরে পরিষদেও আসছে না।
স্বাআলো/এস