Uncategorized

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য র‌্যালি

| October 12, 2023

জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) শহরের গরীবশাহ সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলী নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন মাহমুদ, সাবেক প্রচার সম্পাদক শরীফ আব্দুল্লাহহেল মুকিত, বর্তমান শিক্ষা সম্পাদক মহসিন আলী, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন বাহাদুর, যশোর পৌর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন, যশোর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক রাকিব হাসান, পানি উন্নয়ন বোর্ড সিবিএ’র সভাপতি মীর আব্দুর রাশেদ প্রমুখ।

এরপর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাদ্যযন্ত্র বাজিয়ে র‌্যালিটি শুরু হয়। বঙ্গবন্ধুর মুর‌্যাল থেকে শহরের বিভিন্ন সড়কে র‌্যালিটি প্রদর্শন হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply