সাতক্ষীরায় ছেলের হাতে মা খুন

সাতক্ষীরার তালার দোহার গ্রামে নিজ সন্তান কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগমের পিটুনিতে গুরুতর আহত বৃদ্ধা মা ছবিজান বেগম মারা গেছেন। গত প্রায় ১৫ দিন ধরে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

এদিকে এ ঘটনায় তালা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার মামলাটি নতুন করে হত্যা মামলায় রুপান্তরিত করা হয়েছে।

নিহত ছবিজান বেগম সাতক্ষীরার তালা উপজেলা দোহার গ্রামের মৃত আলীম উদ্দীন খাঁর স্ত্রী।

জানা গেছে, তালা উপজেলার দোহার গ্রামে জমি জোরদখল করার জন্য কাশেম খাঁ তার আপন ভাই বিল্লালকে ১১ নভেম্বর মারপিট করে। এসময় তাদের বৃদ্ধা মা ছবিজান বেগম ছেলেকে উদ্ধারে এগিয়ে গেলে পুত্রবধু (কাশেমের স্ত্রী) রোজিনা বেগম তাকে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করে। একপর্যায়ে ছেলে কাশেম খাঁ এসে তার বৃদ্ধা মায়ের মাথায় লাঠি দিয়ে একাধিক আঘাত করাসহ গলা চেপে ধরে মাটিতে বারবার ফেলে দিয়ে আঘাত করে। এতে হতভাগ্য বৃদ্ধা মায়ের মস্তিস্কে রক্তক্ষরণসহ গলার হাড় ভেঙ্গে যায়।

নিহত বৃদ্ধার ছেলে বিল্লাল হোসেন বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি স্থানীয়ভাবে বারবার সালিস করে ভাগবাটোয়ারার মাধ্যমে আমরা যে যার অংশ ভোগ দখল করে আসছি। কিন্তু ভাই কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলের শশুর (বিয়ায়) মুকুলের উস্কানিতে সালিস অমান্য করে বারবার সে ভাইদের জমি জোর দখলসহ গাছ কেটে নেয়। এতে বাঁধা দিলে কাশেম খাঁ যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের অপর ভাইদের হয়রানি করে আসছিলো।

তিনি আরও বলেন, গত ১১ নভেম্বর ওই জমি সংক্রান্ত বিরোধে কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের বিয়াই মুকুল আমাদের বাড়িতে ঢুকে আমাকে মরপিট করে। এসময় আমাদের বৃদ্ধা মা ছবিজান বেগম এগিয়ে আসলে ভাই কাশেম খাঁ, ভাবি রোজিনা বেগম মাকে বেধে ও গলা চেপে ধরে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এ ঘটনায় মা ছবিজান বেগমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তালা হাসপাতালে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু গলার হাড় ভাঙ্গা এবং মস্তিস্কে রক্তক্ষরণের কারণে মায়ের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় হাসপাতাল থেকে মাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বিগত ১০/১৫দিন মা ছবিজান বেগম নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার রাতে মারা যান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার এসআই আহাদুজ্জামান জানান, মাকে মারপিটের ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়াই মুকুলের বিরুদ্ধে মামলা (৮/২৪) দায়ের করলে সোমবার রোজিনা বেগমকে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়। এরই মধ্যে মঙ্গলবার রাতে বৃদ্ধা ছবিজান বেগম মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করা হয়েছে। বুধবার সকালে বৃদ্ধা ছবিজানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...