জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলায় রফতানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পের অধিগ্রহণকৃত জমি হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) প্রকল্প এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও সদস্য প্রকৌশল বেপজা মোহাম্মদ ফারুক আলম।
জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ওবায়দুর রহমান, প্রকল্প পরিচালক বেপজা মোহাম্মদ শফিকুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ও পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম প্রিন্সসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জমি অধিগ্রহণের দলিল যুগ্মসচিব মোহাম্মদ ফারুক আলম কাছে হস্তান্তর করেন। পরে তারা প্রকল্প স্থান পরিদর্শন করেন।
স্বাআলো/এসআর