বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচিতে বগুড়ায় যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে বিএনপির নেতাকর্মীরা।
রবিবার (৫ নভেম্বর) সকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানায়, তেলীপুকুর এলাকায় আবারো অবস্থান নিয়ে যানবাহনে ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশের গাড়ি, রায়টকার ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
রাতে আটকে পড়া কিছু পণ্যবাহী ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পার করে দেয়ার সময় ভাঙচুরের কবলে পড়ে।
বগুড়ার দুটি টার্মিনাল থেকে রবিবার সকাল থেকে আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্য ছিলো কম।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) স্নিগ্ধ আকতার বলেন, মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
স্বাআলো/এস