বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৩২ বছর।
পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
নড়াইলে ভলিবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
এতে বলা হয়েছে, আজকের সকালটা আমাদের জন্য কঠিন। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় পুনমকে জরায়ুমুখ ক্যানসারে হারিয়েছি আমরা। কঠিন এই সময়ে আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। আমরা তাকে ভালোবেসে স্মরণ করবো।
২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত আর সেটা করেননি তিনি।
এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করে এবং ‘নাশা’ ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন পুনম। খোলামেলা পোশাকের কারণে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। তবে এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না এই অভিনেত্রী।