বিনোদন

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু, মেসেঞ্জারে চাঞ্চল্যকর তথ্য

| November 4, 2023

অভিনত্রেী হুমায়রা হিমুর মৃত্যুতে প্রেমিক জিয়া উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এর সাথে জড়িত আছেন মেকাপ আর্টিস্ট মিহির।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এ সময় মেকআপ আর্টিস্ট মিহিরকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

অভিনেত্রী হুমায়রা হিমুর লাশ উদ্ধার, নিখোঁজ প্রেমিক

ঘটনার পর থেকেই একের পর এক তথ্য দিয়ে যাচ্ছে র‌্যাব। উক্ত সংবাদ সম্মেলনেই তিনি জানান, হিমুর মেসেঞ্জারে সোশ্যাল সেলিব্রেটিদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে গিয়ে খন্দকার আল মঈন বলেন, কিছু ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় পপুলার, যারা বিভিন্ন সময়ে নিজেদের গুণী ও ভালো মানুষ দাবি করেন; তাদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন সূত্র আমরা পেয়েছি। যেহেতু এটা আত্মহত্যায় প্ররোচনার মামলা। তাই তাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply