নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বেশ কয়েকদিন আগে অ্যাভোকেট শাহানুর আলম শাহীন ব্রেন স্টোক করেন। প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তারপর যশোর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়।
অ্যাভোকেট শাহানুর আলম শাহীনের মৃত্যুতে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ গভীর শোক জানিয়েছেন।
এক শোক বার্তায় কাজী নাবিল আহমেদ বলেন, অ্যাভোকেট শাহানুর আলম শাহীনের মৃত্যুতে আইনজীবী পেশায় বড় ক্ষতি হয়ে গেলো। সেই ক্ষতি কখনো পূরণ হওয়ার মতো নয়। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন। মহান রাব্বুল আলামিনের কাছে তার আত্মার শান্তি প্রার্থনা করেন।
স্বাআলো/এস