আবারো জলদস্যু আতঙ্ক, ট্রলারসহ ৪ জেলে অপহরণ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারসহ চার জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

শনিবার (২ ডিসেম্বর) রাতে সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে এই অপহরণের ঘটনা ঘটে। এরপর তিনদিন অতিবাহিত হলেও অপহৃত জেলেদের সন্ধান মেলেনি।

সোমবার (৪ ডিসেম্বর) দুবলারচরের আলোরকোল এলাকা থেকে জেলে মহাজন মোদাচ্ছের সরদার জানান, শনিবার রাতে তার জেলেরা মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিলো। এ সময় অজ্ঞাত পরিচয়ের জলদস্যুরা একটি ট্রলারে করে এসে তার দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার রমজায়পুর গ্রামের রবিউল ও একই গ্রামের সোহেল।

জলদস্যুরা একটি ট্রলারসহ ট্রলার মালিক অহিদ শেখ ও তার আরেক জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের বাড়িও রামপালের রনজয়পুর গ্রামে।

অপহৃত জেলেদের মুক্তির ব্যাপারে পরে জলদস্যুরা পরে যোগাযোগ করবে বলে ওই সময়ে জানিয়ে যায়।

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসীন ফরাজী বলেন, সাগরে চারজন জেলে অপহরণের পর তিনদিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নতুন করে জেলে অপহরণের ঘটনায় দুবলারচরে জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে মোতাসিন ফরাজী জানিয়েছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...