আইন আদালত

আবেদন না মঞ্জুর, জানুয়ারির আগে মিলছে না মামুনুল হকের জামিন

| October 16, 2023

নাশকতা মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আবেদন মঞ্জুর না করে এ বিষয়ে শুনানির জন্য আগামী তিন মাস (স্ট্যান্ড ওভার) মূলতবি করেছেন আদালত।

এ সময় আপিল বিভাগ শেষ বারের মতো রাষ্ট্রপক্ষকে চার্জশিট জমা দিতে বলেছেন। আপিল বিভাগ বলেন, না হলে জামিন হয়ে যাবে জানুয়ারিতে।

২ মামলায় মামুনুল হকের জামিন স্থগিত

এ তথ্য নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদীন।

সোমবার (১৬ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ১০ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ তিন মাসের জন্য মামুনুল হকের জামিন শুনানি স্ট্যান্ডওভার করেছিলেন।

আরো ৩ মামলায় জামিন পেলেন মামুনুল হক

মামুনুল হকের বিরুদ্ধে প্রায় ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে ১৩টি এবং হাইকোর্টে পাঁচটি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply