সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ২০২৪ সালের জুন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (১২ আগস্ট) অধিদপ্তরের পক্ষ থেকে অনুদানের চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এর ফলে, শিক্ষকরা ১২ আগস্টের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে তাদের সরকারি অংশের অনুদান উত্তোলন করতে পারবেন।
স্বাআলো/এস