দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরের একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (২৪ জুন) সিএনএন এই তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী এক মহিলা এবং প্রায় ২০ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
বিষয়টি নিশ্চিত করে জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) একজন মুখপাত্র জানান, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত আরও ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলের বর্ণনা দিয়ে এমডিএ জানায়, যে এলাকায় হামলা হয়েছে সেখানে কালো ধোঁয়া উড়ছে এবং একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজন এবং ভেতরে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
এদিকে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায়, ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের সুরক্ষিত এলাকায় থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ১৩ জুন। ওই দিন রাতে ইসরায়েল কোনোপ্রকার উসকানি ছাড়াই হঠাৎ ইরানে হামলা শুরু করে। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারসহ দশজন পরমাণু বিজ্ঞানী এবং ৫০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা ‘যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা’
ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানানো হয়।
দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গত ২১ জুন রাতে যুক্তরাষ্ট্রের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাবে গত সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এরপর ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তেহরান টাইমস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
স্বাআলো/এস