পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে তারা সফলভাবে ২৫টি ইসরায়েলে তৈরি ‘হেরোপ’ ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার জারি করা এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোন ভূপাতিত করতে সফট-কিল (প্রযুক্তিগতভাবে নিষ্ক্রিয়করণ) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে ধ্বংস) – উভয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। ধ্বংস হওয়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এর কয়েক ঘণ্টা আগেই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে জানান, গত ৭ ও ৮ মে রাতে ভারতের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা চালানো হলে পাকিস্তান ১২টি ড্রোন ধ্বংস করে। তিনি বলেন, ড্রোন অনুপ্রবেশের বিরুদ্ধে আরও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইএসপিআর আরও দাবি করেছে, ভারতের সাম্প্রতিক এসব ড্রোন হামলা ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে চালানো হয়েছে, যা ভারতের উদ্বেগ ও আতঙ্কের প্রতিফলন। পাকিস্তানি বাহিনী এসব আক্রমণের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।