জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহাবুবুল অরম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাক ভিপি আব্দুল মান্নান, পৌরমেয়র মহিদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী-পরিচালক আসমা আখতার প্রমুখ।
আলোচনা সভা শেষে পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় আটজন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এরমান্টার ট্রেইনারমাওলানা আব্দুল হালিম।
স্বাআলো/এসআর/এস