ঢাকা অফিস: গাজীপুরে উড়াল সড়কের উপর বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টঙ্গী চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে।
নিহতরা হলেন- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা রামকৃঞ্চ সাহা (৪২) ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা পাঠাও রাইডার দিদার হোসেন (৩৮)।
বাগেরহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
ডুয়েটের সাবেক ছাত্র মইনুল ইসলাম জানান, রামকৃঞ্চ সাহা ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে পাঠাও রাইডারে করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি (নং-ঢাকা মেট্রো ল-৩৫-৩৪১৫) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী উড়াল সড়কে এসে পৌঁছলে গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে স্বজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তারা দুইজন উড়াল সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং ঘাতক বাসটি উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
স্বাআলো/এস