নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ্য মর্যাদার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি পালন শুরু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটের পরপরই শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পালা চলতে থাকে। পর্যায়ক্রমে শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের ঢল নামে।
প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
তারপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সিভিল সার্জন বিপ্লব কান্তি, জাসদের কেন্দ্রীয় কার্যকারি সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে খয়রাত হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, শ্রম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম উদ-দৌল্লা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এম আর খান মিলন খান, অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন আলোর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের পক্ষে সাংবাদিক কর্মকর্তাবৃন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ক্রীড়া সংস্থা, উদীচী, চাঁদের হাট, বিবর্তন, বিদ্রোহী সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
স্বাআলো/এস